নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ অক্টোবর৷৷ দক্ষিণ জেলার শান্তিরবাজার কলেজের ছাত্র সংসদে বোমা বিস্ফোরণ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার৷ শনিবার ও রবিবার কোন এক সময়ে ছাত্র সংসদের ঘরে বোমা বিস্ফোরণটি ঘটে৷ এই দুইদিন বন্ধ থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি৷ বিস্ফোরণের ফলে ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়৷ বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে৷
সোমবার বিষয়টি প্রকাশ্যে আসতেই কলেজ কর্তপক্ষ বিষয়টি পুলিশকে জানায়৷ পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনও পর্যন্ত কোন ক্লু পায়নি পুলিশ৷ এদিকে কলেজ সূত্রে জানা গিয়েছে ছাত্র সংসদের ঘরের দরজা বন্ধ থাকলেও একটি জানালা খোলা ছিল৷ এসএফআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে কেউ জানালা গিয়ে বোমা ফেলেছে ঘরের মধ্যে৷ আর তা বিস্ফোরণ হয়েছে৷
অন্যদিকে স্থানীয় জনমনে এও জল্পনা শুরু হয়েছে এসএফআই নেতারা বোমা সহ অন্যান্য অস্ত্র ছাত্র সংসদে মজুত রেখেছিল৷ আর তাই বিস্ফোরণ ঘটেছে৷ অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র সংসদে নানা ধরনের আগ্ণেয়াস্ত্র মজুত রাখা হয়েছে৷ এই অভিযোগ বিরোধী ছাত্র সংগঠনগুলির তরফ থেকে বহুবার করা হয়েছিল৷ কিন্তু, পুলিশ এই অভিযোগে আমল করেনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ জেলায় রীতিমতো উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবী উঠেছে৷
2016-11-01