নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩১ অক্টোবর৷৷ রেগার কাজ করার পর মজুরী পাচ্ছেন না শ্রমিকরা৷ এতে শ্রমিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হচ্ছে৷ পঞ্চায়েত ও এডিসি ভিলেজে খোজ খবর নিতে যান শ্রমিকরা৷ কাজ করার প্রায় দেড়-দুই মাস অতিবাহিত হয়ে যাবার পর মুজুরীর কোন সঠিক খবর দিতে পারচ্ছেন না রেগার কর্মচারী ও পঞ্চায়েত সচিব৷ চলছে অন্দোলনের প্রস্তুতি৷ কারন দুর্গাপুজা ও দীপাবলী উৎসবের সময় রেগাশ্রমিকরা কাজ করে মজুরী পায়নি যার ফলে শ্রমিক পরিবারের মধ্যে অনেক অশান্তি বিরাজ হয়েছে৷ ঊনকোটি জেলার গৌরনগর ব্লক সহ আশ পাশের কয়েকটি ব্লকে কাজ করার পর মুজুরী কবে দেওয়া হবে তার সঠিক কোন খবর দিতে পারছেন না রেগা কর্মচারী (জি আর এস)-রা৷ কোন কোন পঞ্চায়েতে জি আর এস-রা যেতে ভয় পাচ্ছেন এমন অবস্থা বিরাজ করছে৷ বিশেষ করে ঊনকোটি জেলার গৌরনগর ও চন্ডিপুর ব্লকের হাজার হাজার রেগা শ্রমিক তাদের মজুরীর টাকা পাচ্ছেনা৷ তারা আন্দোলনের হুমকি দিয়েছেন৷ রেগার পেমেন্ট পাবার জন্য পঞ্চায়েত অফিসে প্রতিদিন ভিড় করছেন রেগা শ্রমিকরা৷ অর্থ না থাকার কারনে বর্তমানে ব্লকগুলি প্রায় অচল বলা যায়৷ এতে ব্লক আধিকারিকরা নানা প্রশ্ণের সম্মুখীন গৌরনগর ব্লকের এক রেগার কর্মচারী জানিয়েছেন কাগজ পত্র ঠিকঠাক করা হয়ে গিয়েছে টাকা আসলেই শ্রমিকদের মুজুরী তাদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে৷ তবে কবে টাকা আসবে তার সঠিক তথ্য দিতে পারেননি৷ এদিকে, মজুরী না পেয়ে শ্রমিকরা তীব্র আর্থিক সংকটে রয়েছেন৷
2016-11-01