নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ অক্টোবর৷৷ খোয়াইতে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবার দলের হয়ে মনোনয়ন পত্র দাখিল করার দিন একটি মিছিল সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে থেকে খোয়াই শহর পরিক্রমা করে৷ এই মিছিলে আগরতলা থেকে আগত কিছু তৃণমূল নেতৃত্ব আই এন টি টি ইউ সি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে খোয়াই শহরের জনগণের হাতে একটি লিফলেট বিলি করেন৷ যার প্রথম পাতায় দলীয় নেত্রী মমতা ব্যানার্জির ছবি সহ ৪টি আবেদন এবং বাম আমলের ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন৷ ১নং কলামেই লেখা হয়— স্বাস্থ্য পরিষেবা বলতে এই কেন্দ্রে একটি মহকুমা হাসপাতাল আছে৷ যার মধ্যে আজ অবধি কোন গর্ভবতী মহিলার সন্তান প্রসব হয়নি৷ পর্যাপ্ত চিকিৎসক নেই৷ পরিষেবা তলানিতে৷ এনিয়ে খোয়াইবাসীর মধ্যে তীব্র গুঞ্জন ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ কারণ বর্তমানে এটি মহকুমা হাসপাতাল নয়, খোয়াই জেলা হাসপাতাল৷ সে সাথে গত তিন মাসেই ৪০টির উপর সিজারিয়ান অপারেশন হয়েছে হাসপাতালে৷ স্বাভাবিক জন্ম হয়েছে ৮০টির ওপর শিশুর৷ খোয়াই জেলা হাসপাতাল একমাত্র হাসপাতাল যার পথচলা শুরু হয় ১৯৫৪ সাল থেকে৷ প্রশ্ণ হল কোন প্রকার তথ্য না জেনে এভাবে ত্রুটিযুক্ত তথ্য প্রকাশ করাকে দলের অজ্ঞানতার পরিচয় বলে মনে করছেন জনসাধারণ৷ বর্তমানে যারা নেতৃত্বে রয়েছেন নবীন প্রবীণ সবারই খোয়াই হাসপাতালেই জন্ম হয়েছে বলে মনে করছেন জনসাধারণ৷ এই লিফলেটের বার্তাটি বামফ্রন্টের পক্ষে কাজ করবে বলেই মনে করা হচ্ছে৷ বিভিন্ন ঘরোয়া সভায় এই লিফলেট দেখিয়েই প্রচারে যাবে বাকি দলগুলি, এমনটাই মনে করছেন খোয়াইবাসী৷ এই লিফলেট নিয়ে জনমনে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে খোয়াইতে৷
2016-11-01