নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ সোমবার এক কুখ্যাত চোরকে পাকড়াও করেছে৷ তার নাম সফিক মিয়া৷ বাড়ি দক্ষিণ জয়নগর৷ সোমবার ক্যাপিটেল কমপ্লেক্স কোয়াটার এলাকায় দেওয়াল টপকিয়ে ঢোকার চেষ্টা করলে স্থানীয় লোকজনরা তাকে দেখে ফেলেন৷ তাকে আটক করে ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশকে খবর দেয়৷ পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়৷ সে চুরির ঘটনায় জড়িত বলে জানা গেছে৷
2016-11-01