কাশ্মীরে ফের লঙ্ঘিত অস্ত্রবিরতি চুক্তি, পাক গোলায় হত ৮

J&Kশ্রীনগর, ১ নভেম্বর (হি.স.): কাশ্মীরে ফের লঙ্ঘিত হল অস্ত্রবিরতি চুক্তি| মঙ্গলবার ভোর ৫টা থেকে রাজৌরি, নৌশেরা সেক্টর ও তার আশেপাশের এলাকায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ধেয়ে আসতে শুরু করে এলোপাথাড়ি গুলি| এরপর সকাল সাড়ে ৬টা নাগাদ রামগড়ের সাম্বা সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান রেঞ্জার্স| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা| সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি বিনিময় চলাকালীন রামগড়ের সাম্বায় পাক সেনার গুলিতে মৃতু্য হয়েছে ২১ বছরের এক তরুণীর| পানিয়ারি সেক্টরে নিহত হয়েছেন দু’জন মহিলা| আর এস পুরায় আহত হয়েছেন তিন জন সাধারণ নাগরিক| পিন্ডি চক্র গ্রামে গুরুতর জখম হয়েছেন তিন জন গ্রামবাসী| তঁাদের গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, মর্টারের সপ্লিন্টারের আঘাতে জের্দা গ্রামে এক কিশোরী নিহত হয়েছেন| সেনা সূত্রের খবর, এদিন দুপুর পর্যন্ত পাকিস্তান রেঞ্জার্স-এর মর্টার হানায় মহিলা ও শিশু সহ নিহত হয়েছেন মোট ৮ জন| বিএসএফ-এর ডিআইজি (জি) ধর্মেন্দ্র পারিখ বলেছেন, `পাকিস্তান রেঞ্জার্সরা প্রথমে গুলি ছুড়তে থাকলেও সাড়ে ৬টা নাগাদ মর্টার হামলা শুরু করে| সাম্বা ও জম্মু জেলার যথাক্রমে রামগড় ও আর্নিয়া সেক্টরের চার-পঁাচ জায়গা থেকে ছড়িয়ে পড়ে হামলা চালায় তারা|’ পারিখের দাবি, এই সব এলাকা দিয়ে পাক মদতে অনুপ্রবেশের চেষ্টাও করা হয়েছে|
অন্যদিকে, বন্দিপোরার অজর গ্রামে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের| প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও জওয়ান আহত হননি| শত্রুপক্ষকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে| গত সেপ্টেম্বর মাসে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে, নিয়ন্ত্রণ রেখায় প্রায় ৫০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান রেঞ্জার্স| সেনা ছাউনি ছাড়াও, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলিকেও নিশানা করেছে তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *