নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের

মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চন্দ্র দাস দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে চানমারী সুকল মাঠে জমায়েত হন৷ সেখান থেকে মিছিল করে এসে প্রার্থী সদরের এসডিএম তথা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন৷ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ১৯ নভেম্বর৷ সবকটি দলই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ দুটি কেন্দ্রেই চর্তুমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চন্দ্র দাস সোমবার সদরের এসডিএম তথা রিটার্নিং অফিসার সুমিত রায় চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী সমর্থকরা সকালে চানমারি সুকলের সামনে জমায়েত হন৷ সেখান থেকে মিছিল করে দলীয় প্রার্থীকে নিয়ে এসডিএম অফিসের সামনে এসে জমায়েত হন৷ সেখান থেকে দলীয় প্রার্থী প্রকাশচন্দ্র দাস রিটার্নিং অফিসারের অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন৷ মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যে দলীয় বিধায়ক প্রকাশ চন্দ্র দাস বলেন, রাজ্যের সার্বিক পরিস্থিতির নিরিখেই গণদেবতারা বামফ্রন্টকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন৷ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, কেন্দ্রীয় প্রকল্পে কাজকর্মে দুর্নীতি তপশিলী জাতি উপজাতি, পশ্চাৎপদ ও সংখ্যালঘু উন্নয়নের টাকার চরম দুর্নীতি ঘটে চলেছে৷ লুটের রাজত্ব চলেছে৷ মা বোনরা প্রতিদিন নির্যাতিত ও ধর্ষিতা হচ্ছেন৷ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ এসব বিষয়ে প্রশাসন নির্বিকার৷ এরই প্রতিবাদে রাজ্যের জনগণকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন৷ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করে তৃণমূল কংগ্রেস জয়ের দিশা দেখাতে তিনি আহ্বান জানিয়েছেন৷ দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে এবং উন্নয়নকে সঠিক অর্থে বাস্তবায়িত করতে পরিবর্তন ঘটাতে তিনি আহ্বান জানিয়েছেন৷ ডেপুটেশান প্রদানকালে বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, দিলীপ সরকার, রাজ্য সভাপতি সুরজিৎ দত্ত, চেয়ারম্যান রতন চক্রবর্তী প্রমুখ৷
সোমবার বড়জলা উপনির্বাচন কেন্দ্রের মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শিষ্ট মোহন দাস৷ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী৷
আগামী ১৯ নভেম্বর খোয়াই এবং বড়জলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ সে নির্বাচনের লক্ষ্যে উভয় কেন্দ্রেই রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রচার চালিয়েছে৷ এর মধ্যেই শুরু হয়ে গেছে উভয় কেন্দ্রের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া৷ ইতিমধ্যে বড়জলা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ঝুমু সরকার তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ আর সোমবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শিষ্ঠ মোহন দাস নিজের মনোনয়নপত্র জমা দিলেন৷ এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বড়জলা থেকে মিছিল সংগঠিত করে রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসকের হাতে তার মনোনয়নপত্র জমা দিয়ে আসেন বিজেপি প্রার্থী শিষ্ট মোহন দাস৷ আর এই বড়জলা কেন্দ্রের উপনির্বাচন থেকেই রাজ্যে পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে বলে মিছিলে সামিল প্রার্থী শিষ্ঠ মোহন দাস জানান৷ সে মিছিলে সামিল ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ আর বড়জলাবাসী বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করলেন বিজেপি সভাপতি৷ এদিন বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও মিছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিল৷ আর এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়৷
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনকে ঘিরে কেন্দ্রের সোমবার শত শত কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাস৷ তিনি রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক প্রসূন দে’র নিকট উনার মনোয়ন দাখিল করেন৷
সোমবার সকাল থেকেই খোয়াই সুভাষপার্ক কোহিনূর কমপ্লেক্সের সামনে এসে জড়ো হয় তৃণমূল কর্মী সমর্থকেরা৷ জমায়েত থেকেই পরবর্তী সময় দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যে সোমবার দুপুর ১টা নাগাদ তৃণমূল রাজ্য নেতৃত্ব দীপক মজুমদার, অরুণকান্তি ভৌমিক, বিশ্ববন্ধু সেন, সমীর দাস সহ শত শত কর্মী সমর্থকদের সাথে নিয়ে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাস মনোয়ন দাখিল করেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক প্রসূর দে’র নিকট৷ মনোনয়ন দাখিলের দিন দলীয় প্রার্থীকে নিয়ে ছুটে চলা মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ আইএনটিটিইউসি ত্রিপুরা রাজ্য কমিটির থেকে খোয়াই শহরে লিফলেট বিলি করা হয় সোমবার৷ সেই লিফলেট বিলিকে কেন্দ্র করে খোয়াই বাসীর মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে৷
সোমবার একই দিনে আমরা বাঙালীর প্রার্থীও মনোনয়ন দাখিল করেন৷ এদিকে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম), বিজেপি’র পর তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়ন দাখিল করেছে৷ মঙ্গলবার কংগ্রেসের মনোয়ন দাখিলের খবর মিলছে৷ যদি তাই হয় তবে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার পঞ্চমুখী লড়াই হতে যাচ্ছে৷ ২রা নভেম্বরের পর সর্বশেষ নির্বাচনী প্রচারে ঝাঁপাবে সবকটি রাজনৈতিক দলই৷ লক্ষ্য ১৯ নভেম্বর৷ সোমবার সকাল এগারটায় আমরা বাঙালী দলের প ক্ষে গৌতম দেব খোয়াইয়ের মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন৷