নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ মনুবাজারে পাঁচ যুবতী ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ রবিবার আগরতলাায় তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে শ্রীবর্মন অভিযোগ করেছেন, এই ধর্ষণের ঘটনার সাথে যুক্তরা শাসক দলের সমর্থক৷ তাই তাদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ৷ তিনি আরও অভিযোগ করেছেন সিপিএমের শাসনে এরাজ্যের মহিলারা নিরাপত্তাহীতায় ভুগছেন৷
প্রসঙ্গক্রমে সুদীপ রায় বর্মন জানান, আগামীকাল সোমবার বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন৷ এই উপলক্ষ্যে দুটি স্থানেই দলীয় কর্মী সমর্থকরা মিছিল করবেন প্রার্থীকে নিয়ে৷
2016-10-31

