চুরি যাওয়া বাইক সহ আটক চোর

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ অক্টোবর৷৷ গত বুধবার শিবসাগর এলাকার বাসিন্দা শ্রীনিবাস সাহার বাড়ির গেইটের তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে বাড়ীর গ্রীল ভেঙ্গে টিআর-০১-এল-৬৮০২ নম্বরের সুপার স্লেন্ডার বাইকটি চোরেরা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বাইকের মালিক৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে ঐ বাইকটি নিয়ে নিরঞ্জন দাস নামে এক যুবক কৈয়াঢেপা বাজারে আসে বাইকে তেল নেওয়ার জন্য৷ তখন দোকানের মালিক সুব্রত সরকার বাইকের টোল বক্স খোলে দেখার জন্য বাইকের সামনে আসে৷ তার সন্দেহ হয়৷ সঙ্গে সঙ্গেই বাইকের টোলবক্স থেকে কাগজপত্র নিয়ে মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং বাইকের মালিককে কল করেন৷ মালিক আসার আগেই স্থানীয় জনগণ নিরঞ্জন সাহাকে পাকড়াও করে বেধরক মারধর করে৷ পরে খবর দেওয়া হয় কমলাসাগর ফাঁড়ির পুলিশকে৷ পুলিশ গিয়ে ক্ষুব্ধ জনতার হাত থেকে নিরঞ্জন সাহাকে উদ্ধার করে নিয়ে যায়৷ আগামীকাল বিশালগড় ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে৷ কিভাবে ঐ নিরঞ্জন সাহার কাছে বাইকটি এলে এনিয়ে নানা প্রশ্ণ উঠছে৷ পুলিশ তদন্ত করে দেখছে বাইকটি কি নিরঞ্জনই চুরি করেছে নাকি অন্য কোন চোরের কাছ থেকে ক্রয় করেছে৷