নৌসেরায় ফের পাক রেঞ্জার্সের হামলা, পাল্টা জবাবে ১৫ পাক সেনা হত

PISTOLশ্রীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : কাঠুয়ার পর নৌসেরায় ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক রেঞ্জার্স| রাত পোহাতেই শুক্রবার ভোর থেকে ফের নিয়ন্ত্রণ রেখায় কাশ্মীরের নৌসেরায় গোলা ছুঁড়তে শুরু করে পাক সেনারা| এদিন সকালে ভারতীয় সেনার পাল্টা গুলিতে প্রাণ হারাল ১৫ পাক সেনা| মৃতদের মধ্যে দুজন পাক ফ্রন্টিয়ার ফোর্স সেনা এবং ১৩ জন পাক রেঞ্জার| বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি, সাম্বা, আবদুল্লিয়া, আরএসপুরা, সুচেতগড় ঘাঁটি লক্ষ্য করে ক্রমাগত গুলি বর্ষণ করে পাক সেনারা| ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কিছু ঘরবাড়ি| নৌসেরা ছাড়াও রাজৌরির পালানওয়ালা এবং সুন্দরবনিতেও চলে গোলা গুলি| সেনা সূত্রে খবর, জম্মুর প্রায় ২৪টি সেনা ছাউনি লক্ষ্য করে পাক রেঞ্জার্স হামলা চালায়| পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও| এসপ্তাহে এই নিয়ে পরপর চারদিন কাশ্মীরে হামলা চালাল পাকিস্তান| বৃহস্পতিবার সকালে গোলা গুলিতে জখম হয়েছেন এক জওয়ান| ওইদিন বিকেল থেকেই কাঠুয়া, হীরানগর, সাম্বা, আরনিয়া, আর এস পুরা সেক্টর এবং আখনুরে নিয়ন্ত্রণ রেথা বরাবর হামলা চালায় পাক রেঞ্জার্সরা| পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও| বিএসএফের পাল্টা জবাবে কাঠুয়ায় সীমান্তের ওপারে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনি ধ্বংস করা হয়েছে| পাকিস্তানের ওই এলাকায় অ্যাম্বুলেন্সের চলাচল নজরে আসে বলে সেনাদের দাবি| রাতভর গুলির লড়াইয়ে জখম হয়েছে এক বালিকা| বারামুল্লায় গ্রেফতার করা হয়েছে দুই জৈশ ই মহম্মদ জঙ্গি| দিনভর তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করেছে ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ দল| এ কে৪৭ ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *