‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রর্দশন বন্ধ করার দাবিতে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের

ae-dil-hai-mushkilপুরুলিয়া, ২৮ অক্টোবর (হি.স.) : অনেক বাধা পেরিয়ে শুক্রবার গোটা দেশে মুক্তি পেয়েছে করণ জহরের ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল | আর ছবি মুক্তির পরও বিতর্ক পিছু ছাড়ছে না এই ছবির| দেশের বিভিন্ন কোণায় ছবি নিয়ে বিতর্ক চলছে  শুক্রবার সকাল থেকেই | অ্যায় দিল হ্যায় মুশকিল দেখানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরুলিয়া| বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ফ্ল্যাগ হাতে সকাল থেকেই ভিড় জমায় শহরের এক সিনেমা হলে | উরি হামলাতে শহিদ হওয়া ভারতীয় সেনাদের জয়জয়কারের মধ্যে দিয়ে, করণ জোহরের এই ছবি প্রর্দশন বন্ধ করার জন্য বিরোধ শুরু করেন তাঁরা | তবে শুধু পুরুলিয়া নয়, এই একই চিত্র দেখা যায় জব্বলপুরের এক মাল্টিপ্লেক্সে | বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সিনেমা হলে ঢুকে ভাঙচুড়ও শুরু করে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *