কালো টাকা উদ্ধারে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করবে কেন্দ্র, সতর্ক বার্তা প্রধানমন্ত্রীর

narendra modiনয়াদিল্লী, ২২ অক্টোবর৷৷ পাকিস্তানের জঙ্গীদের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করা হয়েছে৷ এখন ‘ঘরের শত্রুদের’ বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার পথে এগুচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মূলতঃ কালো টাকা উদ্ধারের জন্য কেন্দ্র এমন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় এক কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে৷
সম্প্রতি কালো টাকা উদ্ধার অভিযানে বড় সাফল্য মিলেছে বলে দাবী করেছে সরকার৷ শনিবার ভদোদরাতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কালো টাকার মালিকদের আমরা সময় দিয়েছিলাম যাতে তারা জানানোর সুযোগন পান, কত হিসাববহির্ভূত টাকা তাদের আছে৷ আপনারা জেনে খুশি হবেন কর জরিমানা মিলিয়ে কালো টাকা বাবদ ৬৫ হাজার কোটি টাকা বেআইনী অর্থ পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যে ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিটিবি) ব্যবস্থা চালু করে ৩৬ হাজার কোটি টাকা ফাঁকি রুখে দেওয়া সম্ভব হয়েছে৷ সব মিলিয়ে অঙ্কটা ১ লক্ষ কোটি টাকা৷ কোনও সার্জিক্যাল স্ট্রাইক না চালিয়েই ১ লক্ষ কোটি টাকা ফেরানো গিয়েছে৷ আর যদি কালো টাকা উদ্ধারেও সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচে অপারেশন চালাতাম, তবে কী হত ভেবে দেখুন৷
কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি দমনে তিনি লাগাতর লড়াই চালাচ্ছেন বলে দাবি করেন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, বেশী প্রচার, হইচই না করে দুর্নীতির বিরুদ্ধে আমি নিরন্তর সংগ্রাম চালাচ্ছি৷ সরকারের অর্থ সাহায্য এখন সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে জমা হচ্ছে, মাঝে নেই কোনও মিডলম্যান৷ সঠিক উপভোক্তাই যাতে ভর্তুকি পান, যার দরকার নেই, তিনি যাতে না পান, এটা নিশ্চিত করেই আমরা ৩৬ হাজার কোটি টাকা বাঁচিয়েছি, যা গ্যাস সিলিন্ডিার ভর্তুকির, স্কলারশিপ, পেনসনের পিছনে নষ্ট হয়ে যেত৷ মোদি এখন আট হাজারের বেশি বিকলাঙ্গ মানুষকে চলাফেরা করার সহায়ক যন্ত্র দেন৷ আগের সরকারগুলি প্রতিবন্ধী কল্যাণে তেমন কিছুই করেনি বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন৷
এদিকে, কেন্দ্রীয় সরকার কালো টাকা ফেরানোর লক্ষ্যে আগামীদিনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চলেছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ সূত্রটি আরও জানিয়েছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার কালো টাকা উদ্ধারের জন্য অভিযান চালাবে৷ আর এই অভিযান হবে সার্জিক্যাল স্ট্রাইক ধাঁচে৷ যারা হিসাববহির্ভূত টাকা রেখেছেন তাদের চিহ্ণিত করা হয়েছে ইতিপূর্বেই৷ এমনকি তাদের বলাও হয়েছে কালো টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য৷ এখন শুধুমাত্র অভিযানের বাকি৷ আর এই অভিযান একপ্রকার সার্জিক্যাল স্ট্রাইক বলেই আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি সতর্ক করে দিয়েছেন ধন কুবেরদের যাতে তারা কালো টাকা অবিলম্বে ফেরত দিয়ে দেন৷ অন্যথায় সার্জিক্যাল স্ট্রাইক হবেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *