ইন্দোর, ২৩ অক্টোবর (হি.স.) : অবিবাহিত এবং তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা যোগগুরু রামদেবকে একবার ভিসা দেয়নি আমেরিকা।মধ্যপ্রদেশের ইন্দোরে গ্লোবাল ইনভেস্টর সামিটে এ কথা জানিয়েছেন রামদেব।তবে পরে যখন রাষ্ট্রপুঞ্জে যোগগুরুর ভাষণ দেওয়ার কথা ছিল তখন তাঁকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ১০ বছরের ভিসা মঞ্জুর হয়েছিল। কিন্তু তাঁকেই একবার ভিসা দেয়নি আমেরিকা। কারণ, তিনি অবিবাহিত এবং তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না।
এখন ৪,৫০০ কোটি টাকার পতঞ্জলি গ্রুপের প্রধান যোগগুরু রামদেব ইন্দোরে গ্লোবাল ইনভেস্টর সামিটে বলেন, ভিসা মঞ্জুর না হওয়ার কারণ তিনি জানতে চেয়েছিলেন। এর উত্তরে জানানো হয়েছিল, তিনি অবিবাহিত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। কারণ শুনে রামদেব জানিয়েছিলেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তাঁর বিয়ে করার তো কোনও সম্ভাবনাও নেই। এরপরও আমেরিকা তাঁকে ভিসা দেয়নি। এখনও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন রামদেব।
যদিও তিনি ভিসার জন্য কত সালে আবেদন জানিয়েছিলেন, তা রামদেব বলেননি।
2016-10-23