নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ চয়নিকা দাস হত্যা মামলায় অভিযুক্ত স্বামী টি এস আরের ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রণবীর দাসকে আজ পুনরায় আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷ অপর দুই অভিযুক্তকেও একই দিনে আদালতে তোলা হবে৷ সরকার পক্ষের আইনজীবী উত্তম বন্দ্যো- পাধ্যায় এই সংবাদ জানিয়েছেন৷
2016-10-20