পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ পৃথক পথ দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন দুইজন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী ও কর্ণেল চৌমুহনীর মাঝামাঝি স্থানে সন্ধ্যারাতে একটি সুকটি ও বাইকের মধ্যে মুখোমুখী সংঘর্ষে দুজন আহত হয়েছেন৷ আহতদের প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বাইক চালক নারায়ণ দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ আহত অপর সুকটি চালকের নাম গোবিন্দ দেববর্মা৷ জানা গিয়েছে, তিনি পেশায় গাড়ি চালক৷ মালিকের বাড়িতে গাড়ি রেখে সুকটি করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনাটি ঘটেছে৷ পশ্চিম থানার পুলিশ বাইক ও সুকটি থানায় নিয়ে গিয়েছে৷ এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে৷
এদিকে দূর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়৷ মৃতের নাম জয়ন্ত দাস৷ পেশাশ শুকনো মাছ বিক্রেতা৷ বাড়ি মেলাঘরের খাস চৌমুহনীতে৷ তিনি ভাইপোর সাথে বাইকে করে তকচাপাড়া বাজারে যাচ্ছিলেন৷ পথে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে জয়ন্ত দাস গুরুতর আহত হয়৷ তাকে প্রথমে মেলাঘর হাসপতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে রাতেই জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রবিবার সকালে৷