দেশের ইতিবাচক পরিবশের প্রভাব পড়েছে সারা বিশ্বের উপর : নাকভি

রাঁচি, ২৯ আগস্ট (হি.স.) : দেশের ইতিবাচক পরিবশের প্রভাব পড়েছে সারা বিশ্বের উপর| এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় Mukhtar Abbas Naqviরাজ্যমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি| সোমবার ঝাড়খন্ডে হিন্দুস্থান সমাচারের ‘বিকাশ সংবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার তৈরি হওয়ার পর আমেরিকা ইংল্যান্ডের পাশাপাশি ছোট দেশগুলির ও ভারতের প্রতি ভরসা তৈরি হয়েছে| এদিন রাঁচির হোটেল বিএনআর চাণক্যতে আয়োজিত ওই আলোচনা সভায় তিনি আরও বলেন, সৌদি আরব আমেরিকা ছাড়া আর অন্য কোনও দেশকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দেয় নি| তবে প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদী সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন| তিনি বলেন, আমরা অবশ্যই উন্নয়নের বিরোধী শক্তিকে পরাজিত করব| তিনি বলেন আমাদের সরকার রাজ্যসভায় ১০০ বেশি বিল পাশ করিয়েছে এবং ১২০০ বেশি আইন বিরুদ্ধ নিয়ম শেষ করেছে| তিনি আরও এই পরিমাণ বিরুদ্ধ আইন ধ্বংশ করতে হবে| তিনি দাবি করেন, আমাদের সরকার দুর্নীতি মুক্ত উন্নয়নের পরিবেশ এনেছে|