জন প্রতিনিধিদের নিরাপত্তার দাবীতে কোতয়ালি থানায় বিক্ষোভ সিপিআইএম প্রতিনিধিদের

জলপাইগুড়ি, ২৬ আগস্ট (হি.স): বামফ্রন্টের সমিতির নির্বাচিত জন প্রতিনিধিদের দলের নেতা কর্মীরা রাতে তাদের বাড়ির CPIMগিয়ে আক্রমন করছে| তাদের শাসক দলে যোগ দেবার জন্য চাপ দিচ্ছে| এই ঘটনার প্রতিবাদে এবং বামফ্রন্টের নির্বাচিত জন প্রতিনিধিদের নিরাপত্তার দাবীতে কোতয়ালি থানায় বিক্ষোভ দেখাল পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ সিপিআইএম-এর নেতৃত্বরা| এদিন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী বর্মন অভিযোগ করে বলেন আমরা বাড়িতে থাকতে পারছি না| গুন্ডা বাহিনী, শাসক দলের কর্মীরা বামফ্রন্টের নির্বাচিত জন প্রতিনিধিদের বাড়িতে রাতের অন্ধকারে হুমকি দিচ্ছে| তাদের চাপ দেওয়া হচ্ছে শাসক দলে যোগ দেবার জন্য| আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি| পুলিশ যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা থানায় এসে নিরাপত্তার জন্য বসে পরব| কারন পুলিশ যদি আমাদের বাড়িতে নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা থানায় বসে পরে আমাদের নিরাপত্তা নেব| পুলিশ যেভাবে পরিচালনা করবে আমরা তাই করব বলে জানান জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সদস্য রাখী বর্মন|এদিন কোতয়ালি থানায় সিপিআইএম-রে পক্ষ থেকে অভিযোগ জানাতে গেলে পুলিশ থানায় ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ করে নেতারা| কোতয়ালি থানায় অভিযোগ করা হয় তৃণমূল নেতা কৃষ্ণ দাস পঞ্চায়েত সমিতির নব কুমার সিং এবং পরেশ সেনের বাড়িতে গিয়ে হুমকি দেন যদি তৃণমূলে যোগ না দিলে জীবন বিপন্ন হবে| পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন নিরাপত্তার দাবীতে পুলিশের দ্বারস্থ হন| এদিকে জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের সলিল আচার‌্য জানান আমরা জেলাশসককে লিখিত অভিযোগ করেছি সদর পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেবার জন্য| আমরা সদর পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যাদের নিরাপত্তার দাবী করছি| এবং তৃণমূলের সাংসদ দল ভাঙানোর খেলায় মেতেছেন বলে অভিযোগ করেছেন সলিল আচার‌্য| এদিকে তৃণমূলে সাংসদ বিজয় চন্দ্র বর্মন বলেন উন্নয়নের জন্যই পঞ্চায়েত সদস্য ও সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন স্বইচ্ছায়| তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন| কৃষ্ণ দাসও বলেন কেউ নিজে শাসক দলে আসতে চাইলে আসতেই পারেন এখানে হুমকি বা আক্রমনের কি আছে| অভিযোগ ভিত্তিহীন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *