উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৭, আহত ২

লখনউ, ২৭ আগস্ট (হি.স.): উত্তরপ্রদেশের আম্বেদকরনগর জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন| দুর্ঘটনায় road acccident copyআহত হয়েছেন আরও ২ জন| আহতদের মধ্যে ১ জনের অবস্থা সঙ্কটজনক| তঁাকে লখনউ-এর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ জানিয়েছে, শনিবার সকালে আম্বেদকরনগর জেলায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি স্করপিও গাড়ি ও ট্রাক্টরের| দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃতু্য হয় ৬ জনের| আহত ৩ জনকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃতু্য হয়|

পুলিশ জানিয়েছে, আহত ২ জনের মধ্যে হাজি ওয়াকিল আহমেদ নামে এক যাত্রীর শারীরিক অবস্থা সঙ্কটজনক| তঁাকে লখনউ-এর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|