সারা বিশ্বের কাছে পাকিস্তান ক্যানসার, এমকিউএমকে বিপাকে ফেলে মন্তব্য দলীয় প্রধানের

লন্ডন ও করাচি, ২৪ অগাস্ট : সারা বিশ্বের কাছে পাকিস্তান ক্যানসার | এমনই মন্তব্য করলেন মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট london(এমকিউএম)-এর প্রধান আলতাফ হোসেন| সোমবার লন্ডন থেকে টেলিফোনে সমর্থকদের আলতাফ হোসেন বলেন, পাকিস্তান ক্যানসারের মতো| এবং সারা বিশ্বের মাথাব্যথার কারণ| সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল পাকিস্তান| এছাড়া তাঁর বক্তব্যের মাঝে আরও পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ|
তবে আলতাফ হোসেনের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি তাঁর দল| আলতাফের এই মন্তব্যের বিরোধিতা করে গতকাল করাচি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন দলের সহ আহ্বায়ক ফারুক সাত্তার| তিনি জানান, এবার পাকিস্তান থেকে তাঁদের দল পরিচালনা করা হবে| প্রসঙ্গত, আলতাফ হোসেন লন্ডনে নির্বাসনে রয়েছেন| সেখান থেকেই দল পরিচালনা করেন তিনি| তাঁর নির্দেশ আর মানবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ফারুক সাত্তার|
তবে ২৪ ঘণ্টা পরই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান এমকিউএম প্রধান| পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ ডিরেক্টর জেনেরাল অফ রেঞ্জার্সের কাছে ক্ষমা চান আলতাফ হোসেন| মানসিক চাপেই এই মন্তব্য করেন বলে সাফাই দেন| তবে তাতে চিড়ে ভেজেনি| ফারুক সাত্তার জানান, মানসিক চাপেই যদি তিনি এমন বলেন, তবে তা প্রথমে উল্লেখ করা দরকার ছিল| যতদিন না তাঁর শরীর ভালো হচ্ছে, ততদিন দল পাকিস্তান থেকে পরিচালনা করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *