মুম্বাই, ২৪ আগস্ট (হি.স.) : সিঙ্গল মায়ের চরিত্রে অভিনয় করবেন কাজল| একথা জানিয়েছেন অজয় দেবগন নিজেই| এ বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং| ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে অনেক রকম চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী| কিন্তু এবারর চরিত্র নাকি অনেক বেশি চ্যালেঞ্জিং|
ছবিতে একজন ৮ বছর বয়সী বাচ্চার মায়ের চরিত্রে অভিনয় করবেন| সিঙ্গল মাদাদের বাচ্চাকে বড় করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়| বিভিন্ন পারিপার্শ্বিক চাপ আসতে শুরু করে তাঁর উপরে| এছাড়া, স্কুলে বাচ্চার বন্ধুর মায়েদের থেকেও বিভিন্ন কটাক্ষ শুনতে হয়| সেই সব ঘটনা ফুটিয়ে তোলা হবে ছবিতে| সব সমস্যা কাটিয়ে উঠে কীভাবে নিজের সন্তানকে ভালো ভাবে মানুষ করতে পারবেন কাজল তা দেখানো হবে ছবিতে| বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে স্কুলের গণ্ডি পেরিয়ে সন্তান ভর্তি হবে কলেজে| সেখানেই শেষ হয়ে যাবে ছবিটি|
ছবির পরিচালনা করবেন অ্যাড ফিল্মমেকার রাকেশ সাথি| ছবির গল্প লিখেছেন রবিন ভাট ও আনন্দ গান্ধি| এর আগে রাকেশের বিভিন্ন অ্যাড ফিল্মে অভিনয় করেছেন কাজল| এছাড়া, অজয় দেবগনের প্রাক্তন ক্লাসমেট রাকেশ| তবে ছবির বাকি কাস্ট কারা হবেন, সেই বিষয় এখনও জানা যায়নি| এছাড়া, ছবির নামও এখনও পর্যন্ত জানা যায়নি|
2016-08-25