পাটনা, ২৪ আগস্ট (হি.স.): বন্যায় শোচনীয় অবস্থা বিহারের| বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, শোন, পুনপুন, কোশী সহ মোট ৬টি নদী| বন্যায় বিপর্যস্ত বিহারে এখনও পর্যন্ত ২২ জনের মৃতু্য হয়েছে| মৃতের সংখ্যা সব থেকে বেশি ভোজপুর জেলায়| সেখানে বন্যায় মৃতু্য হয়েছে ১২ জনের| বৈশালীতে বন্যায় প্রাণ হারিয়েছেন ৬ জন, ভাগলপুরে ২ জনের মৃতু্য হয়েছে| বক্সার জেলায় ১ জন এবং লখীসরাই জেলায় বন্যায় মৃতু্য হয়েছে ১ জনের|
রাজ্যের ৪টি জেলার বিভিন্ন অংশে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা| পাটনার মানের কাছাকাছি বিপদসীমার উপর দিয়ে বইছে শোন নদী| বন্যায় বিপর্যস্ত ২৩.৭১ লক্ষ মানুষ| প্রশাসনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বন্যায় বিপর্যস্ত রাজ্যের ১২টি জেলা হল বক্সার, ভোজপুর, পাটনা, বৈশালী, সরন, বেগুসরাই, সমস্তিপুর, লখীসরাই, খাগারিয়া, মুঙ্গের, ভাগলপুর ও কাটিহার|
2016-08-25