চেন্নাই, ২৪ আগস্ট (হি.স.) : একের পর এক পুরস্কˆারের বন্যায় ভাসছেন সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে পদকজয়ী মহিলা
শাটলার পিভি সিন্ধু, কুস্তিগীর সাক্ষী মালিক এবং জিমন্যাস্ট দীপা কর্মকাররা | এবার তাঁরে হীরের নেকলেস দেওয়ার ঘোষণা করল দক্ষিণ ভারতের এক প্রসিদ্ধ জুয়েলারী প্রতিষ্ঠান| অলিম্পিকে দুরন্ত পারফরম্যান্স করার জন্য পুরস্কারস্বরূপ তাঁদের হীরের নেকলেস দেবেন বলে জানিয়েছে এনএসি জুয়েলার্স নামে একটি সংস্থা | এক বিবৃতি পেশ করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রুপোজয়ী সিন্ধুর জন্য ৬ লক্ষ টাকা, ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষীর জন্য ৩ লক্ষ টাকা এবং চতুর্থ স্থানাধিকারী দীপার জন্য ১ লক্ষ টাকা মূল্যের হীরের নেকলেস দেবে| পাশাপাশি, দেশে উদীয়মান মহিলা ক্রীড়াবিদদের উত্সাহ দিতে বিভিন্ন প্রকল্পের ভাবনাও
রয়েছে তাদের বলে সংস্থা জানিয়েছে|