শ্লালতাহানির শিকার অভিনেত্রী প্রতিভা তিওয়ারি

মুম্বই, ২৩ আগস্ট (হি.স.) : শ্লীলতাহানির শিকার হয়েছেন ধারাবাহিক সাথ নিভানা সাথিয়ার অভিনেত্রী প্রতিভা তিওয়ারি |

ফাইল ছবি
ফাইল ছবি

প্রতিভার অভিযোগ, তিনি তাঁর হেয়ারড্রেসারের সঙ্গে কান্দিভালি হাইওয়েতে সহকর্মীর জন্য অপেক্ষা করছিলেন| তখনই ঘটনাটি ঘটে| এক মদ্যপ ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে| তাঁকে খারাপ প্রস্তাব দেয় বলে অভিযোগ|
ঘটনার পর অভিনেত্রী থানায় দায়ের করেছেন| সংবাদমাধ্যমকে তিনি এও জানিয়েছেন, ব্যস্ত রাস্তায় রাত ১০টার পর অনেক মহিলাই এমন ঘটনার শিকার হন| কিন্তু অনেকেই অভিযোগ দায়ের করতে ভয় পান| কিন্তু তিনি এগিয়ে এসেছেন এবং অভিযোগ দায়ের করেছেন| তুঝসে নারাজ নেহি জিন্দেগি দিয়ে ক্যারিয়ার শুরু করেন প্রতিভা তিওয়ারি| তারপর ফির ভি না মানে ও বত্তমিজ দিলেও দেখা গেছে তাঁকে| এখন তিনি সাথ নিভানা সাথিয়ায় অভিনয় করছেন|