পাটনা, ২৩ আগস্ট (হি.স.): বন্যায় শোচনীয় অবস্থা বিহারের| এহেন সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মন্তব্য
বিতর্কের সূত্রপাত করল| বন্যায় নাজেহাল বিহারের মানুষ| বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও আরও পাঁচটি নদীর জল| গত ৩ দিনে ১৯ জনের মৃতু্য হয়েছে| এই সময় বন্যা দুর্গতদের উদ্দেশে লালু প্রসাদ যাদব বললেন, ‘গঙ্গাজল পাওয়া এখনকার দিনে অত সহজ নয়| সেখানে পাঁচ বছর পর গঙ্গা নিজেই আমাদের কাছে এসে ধরা দিয়েছে|’
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমোর এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক| লালুর এই মন্তব্যকে ঠাট্টা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল|
2016-08-24
