মুম্বই, ২২ আগস্ট(হি.স.) : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রথমবার র্যাম্পে হাঁটতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে| ফ্যাশন ডিজ়াইনার
মণীশ মালহোত্রার শোয়ে একসঙ্গে র্যারম্পে হাঁটববেন তাঁরা| শো-এর কথা টুইটারে ঘোষণা করেছেন মণীশ| তিনি জানিয়েছেন, প্রথমবার শ্রদ্ধা ও সুশান্ত তাঁর ফ্যাশন শো-তে হাঁটবেন| টুইটারে তাঁর ঘোষণার পরেই উত্সাহিত হয়ে যান শ্রদ্ধা ও সুশান্তের ফ্যানরা| রিটুইট করতে থাকেন তাঁরাও|
ল্যাকমে ফ্যাশন উইক ২০১৬-এর শোস্টপার হয়েছিলেন শ্রদ্ধা| এবারের শীতকালের ফ্যাশনেবল পোশাক নিয়ে র্যা ম্পে শো-এর আয়োজন করা হয়েছে| তবে আপাতত আপকামিং ছবি ধোনির প্রোমোশন নিয়ে ব্যস্ত আছেন সুশান্ত| কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এম এস ধোনি : দা আনটোল্ড স্টোরির ট্রেলার| তবে ধোনি নিয়ে ব্যস্ততার পাশাপাশি র্যাম্প শো নিয়েও উত্সাহিত তিনি| এদিকে আপকামিং ছবি হাফ গার্লফ্রেন্ডের শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন শ্রদ্ধা| আপাতত শুটিংয়ের জন্য তিনি কেপটাউনে রয়েছেন| ফ্যাশন শো-এর জন্য কেপটাউন থেকে মুম্বই আসছেন শ্রদ্ধা|
2016-08-23

