নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, চুড়াইবাড়ি, আগরতলা,২০ আগষ্ট৷৷ পাথারকান্দি জাতীয় সড়কের উপর গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা এলাকায় আড়লিয়া গ্রামের এক যুবকের৷ মৃত চালকের নাম সাহানাল আলী (২৭) বাড়ি চড়িলাম এলাকায় আড়ালিয়া গ্রামের৷ পিতা মরন আলি৷ মৃত ব্যক্তি নিজেই লড়ি চালক৷ আসামের পাথারকান্দি ও হাইলাকান্দি রাস্তার মাঝ পথে খাঁদে ১২ চাকার লরি বাঁকা হয়ে রাস্তায় কাঁদা জলে আটকে যায়৷ তখন চালক সাহানাল আলি লরি থেকে নেমে এসে কিভাবে আটকালো গাড়ি দেখতে আসলে ঠিক এমই ভাগ্যের হাল যে ১২ চাকায় লরি উল্টে তার উপর পড়ে৷ তখনই লরি চাপা পড়ে সাহান আলির মৃত্য হয়েছে৷ রাত্রি তখন ঘড়ির টা ২৩০ মিনিট৷ সেখানে কেউ ছিল না৷ ঠিক দুঘন্টা পর পুলিশের কাছে খবর পৌঁছায় যে রাস্তার লরি উল্টে রয়েছে৷ সঙ্গে সঙ্গে এলাকায় জনগনের ও দমকলবাহিনীর সহযোগিতায় লরিটি কে স্বাভাবিক পর্যায়ে আনতে সক্ষম হলেও গাড়ির চালককে গাড়ির নীচ থেকে উদ্ধার করা হয়নি৷ পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলেই সাহানালের মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তিকে পুলিশ হাইলাকান্দির হাসপাতালে পাঠিয়ে দেয়৷ সাহানালের পকেট থেকে তার মোবাইল ফোন বের করে পুলিশ ডায়াল কলে ফোন করলে মৃত ব্যক্তির স্ত্রী ঐ ফোন রিচিভ করে৷ পুলিশ জানায় সাহানালের মৃত্যু হয়ে নিজ গাড়ির নীচে চাপা পড়ে৷ মৃত্যু কালে তার একজন সন্তান রয়েছে আড়াই বছরের৷ স্ত্রী এখন গর্ভবতী৷ এই খবর পেয়ে তার কান্নায় ভেঙ্গে পড়েন এবং গোটা চড়িলামে শোকের ছায়া নেমে আসে৷ আগামীকাল তার মৃত দেহ কফিন বন্দী অবস্থায় বাড়িতে নিয়ে আসা হবে বলে জানান যায়৷
এদিকে, আগরতলার কাছে আমতলী থানার অধীন সূর্য্যমণিনগর এলাকায় অটোকে অন্য একটি ম্যাক্স গাড়ি ধাক্কা দেওয়ায় বিকাশ রুদ্রপাল (৩৭) নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-ই-১১৫২ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে আগরতলার দিকে আসছিল৷ একটি ম্যাক্স গাড়ি অটোটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে অটোর যাত্রী বিকাশ রুদ্রপাল গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান৷ সঙ্গে সঙ্গেই আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অটোটি আটক করেছে৷ ম্যাক্স নিয়ে চালক পালিয়ে যায়৷ পুলিশ ঐ গাড়িটি সনাক্ত করার জন্য তথ্য অনুসন্ধান করছে৷ এদিকে, নিহত বিকাশ রুদ্রপালের বাড়ি আমতলী থানার অধীন বেলাবর এলাকায়৷ অটোর অন্য দুই যাত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে৷