মুখ্যমন্ত্রীকে রাখি পরালেন প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা

RAKHIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক প্রতিনিধিদল  আজ দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে রাখি পরিয়ে দেন৷ প্রতিনিধি দলের পক্ষ থেকে এসময় মুখ্যমন্ত্রীকে কিছু বই উপহার হিসেবে প্রদান করা হয়৷ রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷