যান সন্ত্রাসের বলি বৃদ্ধা, পৃথক স্থানে গুরুতর আঠারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে প্রাণ গেল একজনের৷ গুরুতর জখম হয়েছেন আঠারজন৷ পুলিশ প্রতিটি দূর্ঘটনারই মামলা নিয়েছে৷ একের পর এক যান দূর্ঘটনায় সাধারণ পথচারী থেকে শুরু করে যাত্রী সাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷
ACCIDENTসংবাদ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকাল চারটা নাগাদ মেলাঘরে রামঠাকুর আশ্রম সংলগ্ণ এলাকায় একটি বাইকের ধাক্কায় সত্তর বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, শান্তিবালা দেবনাথ নামে এক মহিলা রামঠাকুর আশ্রম সংলগ্ণ এলাকায় রাস্তা অতিক্রম করার সময় টিআর-০১-এম-৯৬১২ নম্বরের একটি বাইক দ্রুতবেগে ছুটে গিয়ে শান্তি বালা দেবনাথকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত জনগণ তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তি বালা দেবনাথের মৃত্যু হয়ে৷ এদিকে দূর্ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ একটি মামলা নেওয়া হয়েছে দূর্ঘটনার৷ ঘাতক বাইকটি আটক করা হয়েছে৷ এদিকে দূর্ঘটনার পরপরই বাইক চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ অন্যদিকে, ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷
এদিকে, সোনামুড়ার কুলুবাড়ি এলাকায় রাজু উদ্দিন (১২) নামে এক কিশোর বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে মারাত্মক জখম হয়েছে৷ জানা গিয়েছে৷ টিআর-০৭-২৫২৫ নম্বরের একটি অটো সকাল দশটা নাগাদ সোনামুড়া থেকে কুলুবাড়ি যাচ্ছিল৷ কুলুবাড়ি এলাকায় পৌঁছতেই অটোটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়৷ তাতে বাইসাইকেল আরোহী রিয়াজ উদ্দিন রাস্তার উপর ছিটকে পড়ে৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে যাওয়ার পর তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে সোনামুড়া হাসপাতাল থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিয়াজ উদ্দিন৷ এদিকে পুলিশ দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়৷ আটক করা হয়েছে অটোটি৷ চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর পৌণে দুইটা নাগাদ একটি কমান্ডার জীপ নিয়ন্ত্রণ হারিয়ে কুড়ি ফুট গভীর খাদে পড়ে গেলে ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ তাদের মধ্যে সাত জনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে মনুবাজার থানার অধীন কলাছড়ায়৷ সংবাদে প্রকাশ, টিআর-০৩-২৫৫৭ নম্বরের একটি কমান্ডার জীপ যাত্রী নিয়ে কলাছড়ার দিকে যাচ্ছিল৷ কলাছড়ায় পৌঁছতেই জীপটি কুড়ি ফুট গভীর খাগে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে৷ তাতে জীপের ১৭ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কলাছড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে সঙ্কটজনক অবস্থায় সাতজনকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে রেফার করা হয়৷ মনুবাজার থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ জীপটি আটক করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে চালকের অসাবধানতার জন্য এই দূর্ঘটনাটি ঘটেছে৷