মুর্শিদাবাদে দুই সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের

মুর্শিদাবাদ, ১৬ আগস্ট (হি.স.): সাংঘাতিক ঘটনা| দুই শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন মা| মঙ্গলবার সকালে suicideeঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জয়রামপুরে| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে নিজের ৩ বছরের ছেলে আলিম ও ২ বছরের ছেলে সেলিম শেখকে শ্বাসরোধ করে খুন করেন তাদের মা সাকিনা বিবি| এরপর নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি| সঙ্কটজনক অবস্থায় সাকিনা বিবিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
স্থানীয় সূত্রের খবর, সাকিনার স্বামী পেশায় রাজমিস্ত্রী| কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন সাকিনা বিবি|