নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ সোমবার কলেজটিলার আদর্শ পল্লীতে অগ্ণিকান্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ বাড়ির মালিকের নাম সন্তোষ কুমার রায়৷ তিনি শিক্ষা দপ্তরে কর্মরত৷ বেলা পৌনে এগারটা নাগাদ বাড়িতে যখন কেউ ছিলেন না তখনই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজনরা৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকেখবর দেওয়া হয়৷ দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে৷ ততক্ষণে সবকিছু পুড়ে ছাঁড়খার হয়ে গেছে৷ দমকল বাহিনীর তৎপরতার ফলে পার্শ্ববর্তী বাড়িঘরগুলো অল্পেতে রক্ষা পেয়েছে৷ জানা যায়, পরিবারের তিনজনই সদস্যই সরকারি কর্মচারী৷ সন্তোষবাবুর স্ত্রী অপর্ণা ভৌমিক এমবিবি কলেজের করনিক৷ এবং মেয়ে শর্মিষ্ঠা রায় জিবি হাসপাতালের চিকিৎসক৷ পরিবারের তিনজনই খাওয়া দাওয়া করে তালাবন্ধ করে বাড়ি থেকে বের হয়ে যান৷ এরপরই অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত৷