জাতীয় সড়কের হাল ফেরাতে সেনাবাহিনী নামানোর প্রস্তাব প্রদেশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ জাতীয় সড়কের হাল ফেরাতে সেনাবাহিনী নামানোর প্রস্তাব দিয়েছে প্রদেশ তৃণমূল

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ ছবি নিজস্ব৷

কংগ্রেস৷ তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী জাতীয় সড়কের সংস্কার কাজের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো উচিত৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ এই দাবি তুলে বলেন, দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে থাকলেও কেন্দ্র, আসাম সরকার এবং ত্রিপুরা সরকারের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব হয়ে উঠছে না৷ এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে জাতীয় সড়ক সংস্কার করা হোক৷
সুদীপবাবুর বক্তব্য, যুদ্ধের সময় সেনাবাহিনী ৪৮ ঘন্টার মধ্যে একটি ব্রিজ নির্মাণ করার ক্ষমতা রাখে৷ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় দক্ষ প্রকৌশলী রয়েছে৷ তাদের দিয়ে জাতীয় সড়কের সংস্কার খুব অল্প সময়ে করা সম্ভব৷ তিনি দাবি করে বলেন, যুদ্ধের সময় সেনাবাহিনী এধরনের কাজ খুবই দক্ষতার সাথে করে থাকেন৷ রাজ্যে এই জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে মারাত্মক প্রভাব পড়েছে৷ পেট্রো পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুরই সংকট দেখা দিয়েছে৷ এর কারণে কালোবাজারি মারাত্মকভাবে বেড়েছে৷ ফলে, আমজনতা দিশেহারা হয়ে পড়েছেন৷ সুদীপবাবু দাবি করেন, রাজ্যবাসীর স্বার্থে মুখ্যমন্ত্রীর উচিত সেনাবাহিনীকে দিয়ে জাতীয় সড়ক সংস্কার করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর৷
এদিকে, রাজ্যে ক্রমাগত পেট্রোল-ডিজেলবাহী ট্যাঙ্কার ঢুকলেও এত জ্বালানি তেল কোথায় যাচ্ছে সেই প্রশ্ণ তুলেছেন সুদীপ রায় বর্মণ৷ তিনি বলেন, পেট্রোল পাম্পের তুলনায় কালোবাজারিতে অধিক পাওয়া যাচ্ছে পেট্রোল-ডিজেল৷ কিন্তু প্রশাসনের এবিষয়ে নজরদারির যথেষ্ট ঘাটতি রয়েছে৷ রাজ্যের আনাচেকানাচে বহু ঠেক রয়েছে যেখানে পেট্রোল-ডিজেল কালোবাজারি হচ্ছে৷ তিনি প্রশ্ণ তুলে আরো বলেন, কালোবাজারি কাদের মস্তিষ্ক প্রসূত৷ পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলে বলেন, পুলিশের উঁচু তলা থেকে শুরু করে নীচুতলা পর্যন্ত একটি চক্র রয়েছে যাদের সাহায্যে কালোবাজারির রমরমা বাণিজ্য চলছে৷
এদিন, প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী এবং প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ দাবি করে বলেন, রাজ্যবাসী যেন মন্ত্রি, আমলা এবং রাজনৈতিক নেতৃত্বদের রাস্তায় নেমে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে বিনম্রভাবে অনুরোধ জানানোর জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *