সম্পদ কর ইস্যুতে পুর নিগমে ধর্ণা ডেপুটেশন বিজেপি ও তৃণমূলের

BJYMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ আগরতলা পুর নিগমের প্রস্তাবিত সম্পদ কর বৃদ্ধি ইস্যুতে ময়দানে নামল বিরোধী শিবির৷ পুরবাসীদের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ এনে শনিবার নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিয়েছে তৃণমূল৷ পাশাপশি নিগমের অফিসে ধর্ণা প্রদর্শন করেছে বিজেপি৷ এই দুই রাজনৈতিক দলের মিছিল, ডেপুটেশন ঘিরে বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ পুরবাসীদের মধ্যে সম্পদ কর বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি৷ উভয় দলই রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য ময়দানে নেমেছে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷
এদিন সকালে প্রথম বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীস্থিত সিটি সেন্টারে পুর নিগমের অফিসের সামনে পৌঁছে৷ [vsw id=”3uaVFb-a_u4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সেখানে পুলিশ মিছিলের গতি রোধ করে৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি যে তাদেরকে নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিতে দেওয়া হয়নি৷ পুলিশ মৃদ্যু লাঠি চার্জ করে বলেও অভিযোগ৷ এর প্রতিবাদে বিজেপি প্যারাডাইস চৌমুহনীতে পথ YTMCঅবরোধ করে৷ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিজেপি ও তার অঙ্গ সংগঠন বিজেপি যুব মোর্চার নেতারা অভিযোগ করেছেন প্রস্তাবিত সম্পদ কর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে যদি নিগম কর্তৃপক্ষ সরে না আসে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷
এদিকে, তৃণমূলের পক্ষ থেকে এদিন নিগমে ধর্ণা ও মেয়রের কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ তৃণমূলের একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নিগমের অফিসে যায়৷ সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়৷ পরে বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল পুর নিগমের মেয়রের সাথে ডেপুটেশনে মিলিত হন৷ তৃণমূলের পক্ষ থেকে দাবী জানানো হয়েছে সম্পদ কর বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়৷ মেয়র কংগ্রেসের এই দাবীতে সহমত পোষণ করেছেন এবং সর্বদলীয় বৈঠক করার আশ্বাস দিয়েছেন৷