গ্রামীণ মানুষের উন্নয়নের ঠিকানা হল ব্লক ঃ মুখ্যমন্ত্রী

Shilachariনিজস্ব প্রতিনিধি, শিলাছড়ি, ২০ জুলাই ৷৷ জনগণের সাথে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করে প্রশাসনকে কাজ করতে হবে৷ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হল প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দেয়া৷ যেখানে মানুষ আছে সেখানেই প্রশাসনকে পৌঁছতে হবে৷ আজ করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের নব নির্মিত পাকা ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷
উল্লেখ্য, ৮টি এডিসি ভিলেজ নিয়ে গঠিত শিলাছড়ি ব্লক৷ মোট জনসংখ্যা ১৮১৩৫ জন৷ এর মধ্যে উপজাতি অংশের মানুষ রয়েছেন ১৭,২০৮ জন৷ অন্যান্যরা হলেন ৯২৭ জন৷ পরিবার রয়েছে ৪,১০৮টি৷ পাড়া রয়েছে ৫৬টি৷ ব্লকের পাকা বাড়িটি গড়ে উঠেছে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নেও গুরুত্ব দেয়া হয়েছে৷ রাজ্যের সব অংশের সমবিকাশ ও সমৃদ্ধ ত্রিপুরা গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে৷ তিনি বলেন, গ্রামাঞ্চলে অফিস বাড়ি করা মানে গ্রাম স্তরে প্রশাসনকে পৌঁছে দেয়া৷ ব্লক অফিস হল গ্রামীণ মানুষের উন্নয়নের ঠিকানা৷ রাস্তাঘাট, সেচ পানীয় জল, বিদ্যুৎ, কৃষির উন্নয়নে ব্লকের ভূমিকা অপরিসীম৷ ব্লক থেকেই এই সমস্ত উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয় ৷ মুখ্যমন্ত্রী বলেন, ব্লক থেকে সব সমস্যার সমাধান নাও হতে পারে৷ যা হবে না, তা মহকুমা শাসক ও জেলা শাসকের দৃষ্টিতে আনতে হবে৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগের চেয়ে রাজ্যে শিক্ষা পরিকাঠামো অনেক উন্নত হয়েছে৷ রাজ্য সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া এখন সম্পূর্ণ অবৈতনিক৷ ছাত্রছাত্রীদের মিডডে মিল সহ বিনামূলে পাঠ্য পুস্তক, পোশাক, স্টাইপেন্ড ইত্যাদি দেয়া হচ্ছে৷ কোন শিশু ও ছেলেমেয়ে যাতে শিক্ষাঙ্গণের বাইরে না থাকে তা দেখতে হবে৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাদ্য দেয়া হচ্ছে৷ ১০০ শতাংশ শিশুকে টিকাকরণ, ১০০ শতাংশ প্রসব যাতে সরকারী হাসপাতালে করানো যায় সে জন্য মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন৷ মায়ের ঘর শিলাছড়ি ব্লকেও খোলার জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসককে নির্দেস দেন৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শান্তি-সম্প্রীতি হল উন্নয়নের প্রধান শর্ত৷ শান্তি ছাড়া উন্নয়ন কখনই সম্ভব নয়৷ কেউ যাতে শান্তির পরিবেশ বিনষ্ট করতে না পারে সে জন্য মুখ্যমন্ত্রী সবাইকে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকতে আহ্বান জানান৷
অনুষ্ঠানে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, জনগণের কল্যাণে এই ব্লক বিরাট ভূমিকা নেবে৷ উন্নয়নমূলক কাজের কেন্দ্রবিন্দুই হল মানুষ৷ তিনি উপজাতি কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন৷ এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রিয়মনি দেববর্মা, গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, জেলা শাসক সোনাল গোয়েল৷ স্বাগত ভাষণ দেন শিলাছড়ি ব্লকের বিডিও চন্দ্রজয় রিয়াং৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলাছড়ি বি এ সি’র চেয়ারম্যান বিপাংশু চাকমা৷