BRAKING NEWS

বটতলায় দুই জুয়ারী ও বিস্তব পরিমাণ বিলেতী মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় মদ ও জুয়া বিরোধী অভিযান জোরদার করার উদ্যোগ নিয়েছে পুলিশ৷ রবিবার বটতলায় পৃথক অভিযান চালিয়ে দুই জুয়ারিকে আটক করা হয়েছে৷ প্রচুর দেশী ও বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা শহর মদ জুয়া ও অসামাজিক কার্যকলাপের ত্রিবেণী সংগমে বিপজ্জনক পরিণতির দিকে ধাবিত হচ্ছে৷ এর দায় প্রশাসন কোনভাবেই অস্বীকার করতে পারবে না৷ উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ মদ ও জুয়া বিরোধী অভিযান সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ এরই অঙ্গ হিসেবে  রবিবার বটতলায় অভিযান চালিয়ে দুই জুয়ারিকে আটক করা হয়েছে৷ প্রচুর পরিমাণ দেশী ও বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে  জানিয়েছেন এসডিপিও অশোক কুমার সিনহা ও পুশ্চিম থানার ওসি নারায়ণ দাস৷  আটক দুই জুয়ারিকে আদালতে সোর্পদ করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *