BRAKING NEWS

জাপানের ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.১

টোকিও, ১৭ জুলাই (হি.স.) : জাপানের ইৱারাকি প্রেফেকচারে একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে| রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১|
রৱিৱার সকালে রাজধানী টোকিওর অদূরের প্রেফেকাচরটির জোসো শহরের মিতসুকাইদো রেলওয়ে জংশনের ২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে| এর উত্পত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের পর কোন ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *