উদয়পুরে কিশোরীকে গণধর্ষণ

rape cartonনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুলাই ৷৷ আবারও নাবালিকা ধর্ষণ৷ গত ১৪ জুলাই বাজার থেকে তুলে নিয়ে ধর্ষণ করে এক  উপজাতি নাবালিকাকে৷ ঘটনা রাধাকিশোর পুর থানার দক্ষিন মহারানীর গামরিয়া এলাকায়৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তের বর্ষীয়া নাবালিকাকে মহারানীর চৌমূহী বাজার তেকে ৩/৪ জন যুবক অটোতে তুলে নিয়ে যায়৷ ধর্ষণ করে রাত্র সারে দশটা নাগাদ৷ নাবালিকার অবস্থা খারাপ ও রুক্তক্ষরন শুরু হলে ১৫ জুলাই ভোর বেলা মহারানী হাসপাতালে আনে ধর্ষক ও তার সাথীরা৷ মহারানী থেকে রেফার করে গোমতী জেলা হাসপাতালে পাঠায়৷ হাসপাতালে ভর্তি থাকা এক মহিলা ঐ নাবালিকাকে চিনতে পারে তার মাকে ফোন করে৷ নাবালিকার মা এসেও ধর্ষক অমর কিশোর জমাতিয়াকে হাসপাতালে দেখতে পায়৷ ধর্ষিতার বাবা কিল্লা এলাকায় কর্মরত৷ তিনি এসে আজ শনিবার ১২টা নাগাদ উদয়পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন৷ নাবালিকা মেডিকেল টেস্ট হয়েছে৷ বর্তমানে গোমতী জেলা হাসপাতালের প্রসূতী বিভাগে অশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ধরার চেষ্টা করছে৷ এখনো গ্রেপ্তারের খবর নেই৷