নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ এয়ারপোর্ট থানা এলাকার দক্ষিণ নারায়ণপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে দুধের সঙ্গে করবি ফুলের গোটার রস মিশিয়ে খাইয়ে নিজেও করবী ফুলের গোটা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী৷ দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দক্ষিণ নারায়ণপুর এলাকায় স্বামীকে দুধের সঙ্গে করবি ফুলের গোটার রস মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা করেছেন স্ত্রী৷ দুধপান করে বমি করতে শুরু করেন স্বামী টুটুন সরকার৷ খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ছুটে আসেন৷ ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবার আশঙ্কায় স্ত্রী উমা সরকারও করবি ফুলের গোটার রস খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ জানা যায় প্রায় ৭ বছর আগে তাদের বিয়ে হয়৷ তাদের একটি পুত্র সন্তানও রয়েছে৷ ২/৩ বছর ধরে পারিবারিক ঝামেলা চলছে৷ এরই জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
2016-07-11