নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ সিধাই থানাধীন শনিতলার এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল সিধাই এলাকার কলাগাছিয়া গ্রামের পাত্রের সাথে৷ পাত্র টিএআর এ কর্মরত৷ এলাকাবাসির অভিযোগ করে চাইল্ড লাইন ও এসডিএম মোহনপুরকে, যে মেয়েটি নানালীকা৷ সেই মতে এসডিএম অফিস থেকে মেয়ের অশিবার্দের দিন ২জন ডিসিএম মেয়ে বাড়িতে গিয়ে মেয়ে জন্মের নথি দেখেন৷ তাতে জন্মের সাল অনুযায়ী মেয়ে প্রাপ্ত বয়স্ক৷ ফলে ডিসিএম রা বিয়ে অনুষ্ঠানে বাঁধা দিতে পারেনি৷ কিন্তু পরবর্তী সময়ে বার্থ সাটিফিকেটটি তদন্তের জন্য এএমসি (আগরতলা) পাঠায় ডিসিএম৷ তথ্য আসে এটি জাল সার্টিফিকেট৷ পরে মেয়েটি যে সুকলে পড়ত সে সুকলের রেজিস্টারে দেখা যায় তাঁর জন্ম ২০০০ সালে৷ এরপরই কাল সন্ধ্যারাতে এসডিএম জয়ন্ত দেববর্মা, ডিসিএম, চাইল্ড লাইনের প্রতিনিধি ও সিধাই থানার পুলিশ মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন৷ আজ বিয়ে হবার কথাছিল৷ রাতে তাঁরা ছুটে যান পাত্রের বাড়িতেও৷ পত্র পক্ষকেও বলা হয় বিয়ে না করাতে৷ পরে পাত্র ও পাত্রী পক্ষ লিখিত সিদ্ধান্ত নেয় যে মেয়ের ১৮ বছর হবার পরই বিয়ে হবে৷ এদিকে, মহকুমা প্রশাসনের তরফে আহ্বান জানানো হয়েছে নাবালিকা বিয়ে দেওয়ার আইনত অপরাধ৷ তাই জনগণকে সচেতন হতে হবে৷
2016-07-10