বোকাজান (অসম), ১০ জুলাই, (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজানে খটখটি অঞ্চলে সিআরপিএফ গ্রুপ সেন্টারে জনৈক জওয়ানের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পে চাপা উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রাজু পাসোয়ান নামের এক সিআরপিএফ জওয়ান। তিনি ২১ দিন আগে বিশেষ ট্রেনিং নিতে এখানে আসেন। যথারীতি আজ সকালে ট্রেনিঙে যান তিনি। কিন্তু আচমকা সে-সময় মাথা ঘুরে পড়ে যান পাসোয়ান। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। অভিযোগ, মাটিতে পড়ে যাওয়ার পর প্রায় আধঘণ্টা ধরে সেখানেই পড়ে থাকেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু পাসোয়ান। সহকর্মীদের অভিযোগ, অসুস্থ রাজুকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যার পরিণতিতেই তাঁর মৃত্যু হয়েছে। সহকর্মীর মৃত্যুতে উত্তেজিত প্রশিক্ষণরত জওয়ানরা ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। একসময় তাঁরা ওই অফিসারদের সঙ্গে ধাক্কাধক্কিতেও শামিল হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। তবে এ-ঘটনায় কোনও হতাহতের খবর নেই। উল্লেখ্য, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ (সিআপিএফ)-এ ২০০৮ সালে যোগ দেন। তাঁর বাড়ি বিহারে।-
2016-07-10