দুধনৈ (অসম), ১০ জুলাই, (হি.স.) : চাকরি দেওয়ার কথা বলে গুয়াহাটি গিয়ে নিখোঁজ হয়ে গেছে দুধনৈয়ের দুই যুবক। স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগনামা দাখিল করেছেন তাঁদের পরিবারের লোকজন। অভিযোগ, গত ১১ জুন স্থানীয় জনৈক ব্যক্তি এই দুই যুবককে গুয়াহাটিতে অবস্থিত একটি ‘ম্যাগি’ কোম্পানিতে চাকরি দেবে বলে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। তার পর দু-একদিন তাঁদের সঙ্গে মোবাইলে কথা হয়েছিল পরিবারের লোজেদের। কিন্তু বেশ কয়েকদিন ধরে এই দুই যুবকের কোনও খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না। ফোনেও না। তাই বাধ্য হয়ে তাঁদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত এক ডায়েরি করা হয়েছে। পরিবারের সন্দেহ, চাকরির কথা বলে তাঁদের কোথাও গায়েব করে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার গুরুত্ব উপলব্ধি করে জোরদার তদন্ত শুরু করেছে।-