নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ জুলাই৷৷ পুণরায় আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ৷ শনিবার রাতের প্রবল বর্ষনের ফলে পুণরায় আসাম আগলরতলা জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে৷ জ্যামে আটকে থাকা চালকদের মধ্যে পানীয় জল, খাদ্যের হাহাকার৷ চলছে বিক্ষোভ৷ দীর্ঘ প্রায় একমাস থেকে আসামের লোয়ারপোয়ায় আটকে রয়েছে কয়েক হাজার চালক ও সহচালক৷ রৌদ্র উঠলে জীবনের ঝুকি নিয়ে যান চলাচল করলেও সামান্য বৃষ্টিপাত হলে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক৷ তাছাড়া রাজ্যে দেখা দিয়েছে খাদ্য, জ্বালানী তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট৷ সাথে বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্য৷ ত্রিপুরাবাসীর কপালে হাত৷ দীর্ঘ তিন বৎসর থেকে আসাম আগরতলার জাতীয় সড়কটি জরাজীর্ণ৷ তার কারনে যানচলাচলের অযোগ্য হয়ে পড়ে এই জাতীয় সড়ক৷ দীর্ঘ তিন বছর থেকে যখন যাতনা ভুগে এসেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্থ থেকে আসা চালক, সহচালক ও ত্রিপুরাবাসী৷ তৎকালিন আসামের কংগ্রেস সরকার জাতীয় সড়কের দশ কিলোমিটার পথ মেরামতি করতে ব্যার্থ ছিল৷ তৎসঙ্গে ত্রিপুরার বামফ্রন্ট সরকারও ব্যার্থছিল এই সমস্যা সমাধানে৷ এদিকে চলতি বছরের বর্ষা মরশুম শুরু হতেই আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অংশ ভয়াবহ রূপ ধারণ করে৷ দীর্ঘ প্রায় এক মাস থেকে জাতীয় সড়কের অসমের লোয়ারপোয়াতে আটকে রয়েছে হাজার লরি৷ কিন্তু বর্তমানের আসামের বিজেপি সরকার এবং ত্রিপুরার বামফ্রন্ট সরকার এ দশ কিলোমিটার জাতীয় সড়ক মেরামতি করে যান চলাচলে সম্পূর্ণ ব্যার্থ৷ জাতীয় সড়কের বেহাল অংশ পরিদর্শনে অসম ও ত্রিপুরার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর বারংবার যাচ্ছেন এবং মিটিং বার্তালাপ করছেন৷ কিন্তু তা সম্পূর্ণ লোকদেখানো ছাড়া আর কিছুই নয়৷ অপরদিকে জ্যামে আটকে থাকা চালকদের অভিযোগ এই জাতীয় সড়কের মত এত করুণ জাতীয় সড়ক সমগ্র ভারতবর্ষে নেই৷ পন্যবাহী সামগ্রী নিয়ে ত্রিপুরায় আর আসবেননা বলেও হুমকি দেন চালকরা৷ পাশাপাশি বিকল্প সড়ক কাঁঠালতলীব অবস্থাওভয়াবহ হয়ে পড়ছে৷ এই সড়কের উপর যাত্রাবাহী বাস, নাইট সুপার আটকে যাচ্ছে৷ যেকোন সময় বিকল্প সড়ক বন্ধ হয়ে পড়তে পারে৷ এদিকে তথ্যভিজ্ঞ মহলের একাংশের দাবী বর্ষা শেষ না হলে আসাম আগরতলা জাতীয় সড়ক ও বিকল্প সড়ক পুরোদমে সংস্কার করতে পারবেনা অসম ও ত্রিপুরা সরকার৷
এদিকে, আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারে আন্তরিক ভাবে সব রকম চেষ্টা করা হবে বলে আসাম পূর্ত দপ্তরের প্রতিনিধিরা ত্রিপুরার জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত মুখ্য বাস্তুকার দীপক দাসকে প্রতিশ্রুতি দিয়েছেন৷ দীর্ঘদিন আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশার কারণে কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কের সংস্কারের কাজে হাত লাগায় ত্রিপুরার পূর্ত দপ্তর৷ তাতে ভীষণ লজ্জিত আসাম সরকার অবশেষে আন্তরিকতার সাথে জাতীয় সড়কের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে আশ্বাস দিয়েছে৷ শনিবার লোয়ারপোয়া এবং ২০৮ এ জাতীয় সড়ক পরিদর্শনে যান ত্রিপুরার পূর্ত দপ্তরের জাতীয় সড়কের মুখ্য বাস্তুকার দীপক দাস৷ সাথে ছিলেন দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার সুব্রত বনিক৷ এছাড়াও জাতীয় সড়কের ঐ অংশ পরিদর্শনে গিয়েছিলেন এনএইচআইডিসিএল এর কার্যনির্বাহী অধিকর্তা শ্রীবাস্তববাবু৷ সকলেই জাতীয় সড়কের সমস্ত দিক সরেজমিনে পরিদর্শন করেন৷