জাতীয় সড়ক নিয়ে ধর্মনগরে বৈঠক অনুষ্ঠিত, লোয়ারপোয়া সংস্কারে আন্তরিক হবে আসাম, ত্রিপুরাকে প্রতিশ্রুতি

NH8 PIC1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারে আন্তরিক ভাবে সব রকম চেষ্টা করা হবে বলে আসাম পূর্ত দপ্তরের প্রতিনিধিরা ত্রিপুরার জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত মুখ্য বাস্তুকার দীপক দাসকে প্রতিশ্রুতি দিয়েছেন৷ দীর্ঘদিন আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশার কারণে কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কের সংস্কারের কাজে হাত লাগায় ত্রিপুরার পূর্ত দপ্তর৷ তাতে ভীষণ লজ্জিত আসাম সরকার অবশেষে আন্তরিকতার সাথে জাতীয় সড়কের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে আশ্বাস দিয়েছে৷
শনিবার লোয়ারপোয়া এবং ২০৮ এ জাতীয় সড়ক পরিদর্শনে যান ত্রিপুরার পূর্ত দপ্তরের জাতীয় সড়কের মুখ্য বাস্তুকার দীপক দাস৷ সাথে ছিলেন দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার সুব্রত বনিক৷ এছাড়াও জাতীয় সড়কের ঐ অংশ পরিদর্শনে গিয়েছিলেন এনএইচআইডিসিএল এর কার্যনির্বাহী অধিকর্তা শ্রীবাবস্তববাবু৷ সকলেই জাতীয় সড়কের সমস্ত দিক সরেজমিনে পরিদর্শন করেন৷ তাঁদের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আসাম সরকারের পূর্ত দপ্তরের আধিকারীকরা৷ এছাড়াও ছিলেন ঠিকাদারী সংস্থার এবিসিএল এর কর্মকর্তারা৷ তাঁরা জানান, জাতীয় সড়কের এই অংশের খুবই খারাপ অবস্থা৷ বৃষ্টিপাত হওয়ার কারণে সংস্কার কাজে ব্যাঘাত ঘটছে৷ তবে, রাস্তা যাতে সচল রাখা যায় সেদিকে তারা আন্তরিকতার সাথে নজর রাখবেন৷ ভৌগোলিকগত কারণে জাতীয় সড়কের এই অংশে সংস্কার কাজে বাধা সৃষ্টি হচ্ছে৷ তবে, যেহেতু ত্রিপুরা এই সড়কের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাই যানবাহন চলাচল যাতে সচল থাকে সেদিকে আপ্রাণ চেষ্টা করা হবে৷ ২০৮ এ জাতীয় সড়কে সম্প্রতি ইট ফেলা হয়েছে৷ আগামীদিনেও অন্তত যানবাহন যাতে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে সেই উপযোগী পরিস্থিতি গড়ে তোলা হবে৷
এদিকে, এনএইচআইসিএল এর কার্যনির্বাহী অধিকর্তা শ্রীবাস্তব জানিয়েছেন জাতীয় সড়কের লোয়ারপোয়া সহ ২০৮ এ অংশটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই৷ তবে, তিনি যে চিত্র তুলে ধরেছেন তাতে জাতীয় সড়কের এই অংশের সম্পূর্ণ সংস্কার হতে আরও অন্তত একমাস সময় লেগে যাবে৷ তিনি জানান, শনিবারই সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে৷ ১৫ দিনের মধ্যে টেন্ডার জমা দেওয়ার কাজ শেষ হবে৷ তারপর আরও দশদিন সময় লাগবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে৷ স্বাভাবিক ভাবেই এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতেই ২৫ দিন সময় লেগে যাচ্ছে৷ ফলে, টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকেদারী সংস্থা নিয়োগ হওয়ার পর কাজ শুরু হবে সংস্কারের৷ তাতে কোনভাবেই একমাসের আগে কাজ শেষ হবে না বলে অনুমান করা যাচ্ছে৷
এদিকে, শনিবার ধর্মনগরে জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে পূর্ত দপ্তরের জাতীয় সড়কের মুখ্য বাস্তুকার দীপক দাস, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার সুব্রত বনিক, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক এবং আসামের নির্মাণকারী সংস্থা এবিসিএলএর প্রতিনিধিরা ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *