নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই ৷৷ শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানল মধুবনের অগ্ণিদগ্দ গৃহবধূ অরুনা দে মজুমদার৷ ১৮ দিন জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐ গৃহবধূ৷ ঘটনার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলেও শ্বশুড়ী এখনও পলাতক৷
গত ১৬ জুন স্বামী, শ্বাশুরীর অত্যাচারের শিকার হয়েছিলেন অরুণা দে মজুমদার৷ ঐদিন স্বামী বিষ্ণু মজুমদার এবং শ্বাশুরী মিলন মজুমদার মিলে অরুণা দে মজুমদারের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দীর্ঘ ১৮ দিন চিকিৎসা চলার পর শনিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ এদিকে ঘটনার পরই অসুস্থ অরুণার অভিযোগে পূর্ব থানার পুলিশ স্বামী বিষ্ণু মজুমদারকে গ্রেপ্তার করে৷ বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে৷ যদিও অভিযুক্ত শাশুড়ি মিলন মজুমদার এখনও পলাতক৷ অরুণার বাপের বাড়ির লোকজনরা অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন৷
এদিকে মৃত্যুদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনাকে ঘিরে আড়ালিয়াস্থিত বাপের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে৷ অন্যদিকে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷
2016-07-03