নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ জুলাই৷৷শুক্রবার দুপুর বারটায় নাগাদ চড়িলাম ফরেষ্ট গেইট থেকে ২০০ মিটার দূরত্বে প্রচন্ড গতি সম্পূর্ণ মারুতী টিআর১০এ-০৩০৯ গাড়িটি ধাক্কা মারে টিআর০১ডি-১৫৪১ নম্বরের বাইকে৷ সঙ্গে সঙ্গে বাইক চালক অম্লান সাহা ও তার পেছনে থাকা আরোহী অভিজিৎ সাহা ছিটকে পড়েন৷ মাথা ফেটে দুজনেই রক্তাক্ত অবস্থায় দমকল বাহীনির জওয়ানরা তাদেরকে সরকারী মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন৷ বাইক আরোহী দুজনই আগরতলা মুখী ছিলেন৷ কিন্তু মারুতী চালক প্রচন্ড গতিতে থাকায় গাড়ীর গতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি৷ প্রতিনিয়ত জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটছে নিরব প্রশাসন৷
2016-07-02

