নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ সাত দিনের বেশী সময় হয়ে গেল, এখনও পেট্রোলের সংকট অব্যাহত৷ রাজ্যের সব মহকুমাতেই পেট্রোলের সংকটের কারণে পরিবহণ ব্যবস্থা বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ রাজ্য সরকারের তরফ থেকে আসাম সরকারের উপর দোষ চাপিয়ে দিয়ে দুই হাত উপরে তুলে বসে রয়েছে৷ অন্যদিকে জাতীয় সড়কের বেহাল অবস্থা থেকে মুক্তির কোন উপায় আপাতত নজরে আসছে না৷ এই পরিস্থিতিতে রাজ্যের যান চালকরা চরম হয়রানির মধ্যে পড়ে গিয়েছে৷
রাজধানী আগরতলা শহর ও মহকুমা শহরগুলিতে পেট্রোলের সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ যান চালকরা বিশেষ করে দ্বিচক্র যান চালকরা নিত্যদিন পেট্রোল সংকটের জন্য নাজেহাল হয়ে গিয়েছেন যান চালকরা৷ বৃহস্পতিবারও রাজধানী আগরতলা শহেরর তিনটি পাম্পে এদিন পেট্রোল দেওয়া হয়েছে৷ এদিকে, যান চালকদের অভিযোগ সরকারী দপ্তরের গাড়িগুলি প্রচুর পরিমাণে পেট্রোল ভর্তি করে নিয়ে যাওয়ায সমস্যা আর্য বেড়ে গিয়েছে৷ তবে কবে নাগাদ পেট্রোলের সংকট নিরসন হবে তা এই মুহুর্তে বলা মুশকিল৷ এদিকে, যে কয়টি পাম্পেই মধ্যরাত পর্যন্ত যান চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ অবিলম্বে প্রশাসনের তরফে এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷