নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ মার্চ৷৷ তিনমাস পরও এমজিএন রেগা শ্রমিকরা কাজ করে মুজুরি না পাওয়াতে ক্ষুব্ধ হয়ে আজ পঞ্চায়েত অফিসের সচিবকে ঘেরাও করে৷ সিপিআইএম দল গৌরনগর ব্লকের অন্তর্গত গোলদারপুর গ্রাম পঞ্চায়েতে আজ ব্যাপক হৈ হট্টগোল শুরু হয়৷ শ্রমিকরা অফিসে কাজকর্ম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য করেন পঞ্চায়েত সচিব সহ অন্যান্য কর্মচারীদের৷ কাজ করে মুজুরি পেতে কেন তিনমাস অতিবাহিত হচ্ছে, সে বিষয়ে জবাব চান শ্রমিকরা পঞ্চায়েত সচিবের কাছে৷ শুধু এই বিষয় নয় বিরোধী দল কংগ্রেস সমস্ত শ্রমিকদের জোড় করে দলের তরফ থেকে আর বেশ কিছু দাবি নিয়ে পঞ্চায়েত সচিব কাছে ডেপুটেশান প্রদান করেন৷ শৌচালয় নির্মাণের টাকা বরাদ্দ হলেও বেনিফিসারিদের হাতে এখনো টাকা পৌঁছানো হয়নি৷ জনস্বার্থে রেশনসপ গোলদারপুর পঞ্চায়েত এলাকায় আনার দাবি সহ মোট ১১ দফা দাবি নিয়ে আজ পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয় কংগ্রেস দলের তরফ থেকে৷ ইন্দিরা আবাস যোজনায় এখনো প্রচুর গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়নি এমনি দাবি করা হয়েছে ডেপুটেশান প্রদানকালে৷ উপপ্রধান নির্ভয় সিনহা জানান টেকনিক্যাল কারণে সময়মতো রেগার মুজুরি দেওয়া সম্ভব হয়নি তবে আগামী কয়েক দিনের মধ্যে প্রতিটা একাউন্টে রেগার শ্রমিকদের মুজুরি টাকা ঢুকে যাবে৷ পঞ্চায়েত সচিব ডেপুটেশন- কারীদের প্রতিটা দাবি পূরণের ব্যাপারে পঞ্চায়েত সভায় আলোচনা করবেন বলে জানিয়েছেন৷
2016-03-30