নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজধানীতে একই দিনে পৃথক স্থানে দুটি মৃতদেহ উদ্ধার এবং ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পাশাপাশি একই দিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
বুধবার সাত সকালে ইন্দ্রনগর ডায়েরি সংলগ্ণ একটি বাড়ির পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ অন্যদিকে, এদিন দুপুর নাগাদ রাজধানীর নাগেরজলা বাসস্ট্যান্ড সংলগ্ণ পুকুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়৷ এদিকে, ইন্দ্রনগর কবরখলা এলাকায় সাত সকালে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বুধবার দিনভর রাজধানী আগরতলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গেছে, এদিন সকালে ইন্দ্রনগর ডায়েরি সংলগ্ণ একটি বাড়ির পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিবি ফাঁড়িতে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি সনাক্ত করা গেছে৷ তার নাম শ্যামল রাহা(৫০)৷ বাড়ি ৭৯ টিলাস্থিত নন্দনগরের লেলিন কলোনিতে৷ কিন্তু ইন্দ্রনগরে ডায়েরি সংলগ্ণ একটি বাড়ির পুকুরে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ঐ ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি নেশাগ্রস্ত হয়ে পুকুরের জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে কিনা এনিয়ে ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে৷ পুলিশ অবশ্য এনিয়ে এখনই কোন মন্তব্য করেনি৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে৷
এদিকে, বুধবার দুপুরে নাগেরজলা বাসস্ট্যান্ড সংলগ্ণ পুকুরের জলে এক যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে বটতলা ফাঁড়িতে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়৷ পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নোটন দেব৷ তার বাড়ি ভট্টপুকুরের সুকতারা ক্লাব এলাকায়৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর নোটন দেব ইদানিং নেশা এবং জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন৷ আজ সকালেও তাকে নাগেরজলা এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় জনগণ৷ কিন্তু দুপুর নাগাদ পুকুরের থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ দিনদুপুরে নেশাগ্রস্ত হয়ে পুকুরের জলে পড়ে তার মৃত্যু হয়েছে নাকি তাকে হত্যা করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে৷ এনিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ পুলিশ অবশ্য মৃতদেহ উদ্ধারের ঘটনা এখনই কিছু মন্তব্য করেনি৷ তবে, তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে৷
এদিকে, ইন্দ্রনগর কবরখলা এলাকায় আজ সকালে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ আত্মঘাতী ব্যক্তির নাম হরিপ্রসাদ দেবনাথ৷ বাড়ির পাশের একটি গাছে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয় জনগণ জিবি ফাঁড়িতে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়৷ পারিবারিক অশান্তির জের ঐ ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে৷
2016-03-24

