নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সারা ভারত কৃষকসভার নোয়াগাঁও কৃষ্ণগর সুকলে উত্তর আগরতলা অঞ্চলের ১৩তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে রাজ্য কমিটির কৃষকসভার সহ সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷ কৃষকসভার উত্তর আগরতলা অঞ্চলের ত্রয়োদশ তম অঞ্চল সম্মেলন রবিবার নোয়াগাঁও সুকলে অনুষ্ঠিত হয়৷ অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সহ সম্পাদক পবিত্র কর বলেন, কেন্দ্রীয় নীতির কারণেই দেশের কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে বলেছিলেন দল ক্ষমতায় আসলে আর কোন কৃষক আত্মহত্যা করবে না৷ কৃষকদের উৎপাদন ক্ষমতার সঙ্গে ৬০ শতাংশ যোগ করে সরকার কৃষকদের কাজ থেকে ধান গম ক্রয় করবেন৷ ৪ শতাংশ সুদে কৃষকদের ঋণ দেওয়া হবে, যাতে কৃষকরা কৃষিকাজ করতে পারে৷ কিন্তু কিছুই করা হয়নি৷ সবকিছুই অষ্টরম্ভা৷ অঞ্চল সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর আগরতলা অঞ্চল সম্পাদক বিধূ রুদ্রপাল, সিপিআইএম অঞ্চল সম্পাদক ঝলক দত্ত চৌধুরী প্রমুখ৷
2016-03-21