হোলি উৎসব উপলক্ষে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ ২০১৬ সালের হোলি উৎসব উপলক্ষে রাজ্যপাল তথাগত রায় সমস্ত Governorরাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷ এখ শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেছেন, বসন্ত ও রঙ্গের উৎসব হোলিতে হোলিকা নামক দানব -এর দহন তথা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়কে স্মরণ করা হয়ে থাকে৷ রাজ্যপাল কামনা করেন এই উৎসবের মাধ্যমে যেন মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন, দেশের ঐক্য ও অখন্ডতা আরও মজবুত হয়৷ হোলির  পারষ্পরিক আনন্দের ধারা যেন সমাজে সম্প্রীতি ও পারষ্পরিক ভালবাসার বন্ধনকে দৃঢ় ও সজ্জীবিত হয়৷ যাতে সবাই শান্তিপূর্ণভাবে অগ্রগতি অভিমুখে এগিয়ে যেতে পারেন৷
হোলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মানিক সরকার সকল ত্রিপুরাবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের দেশের সুপ্রাচীনকাল ধরে প্রবহমান ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানুষে-Manik-Sarkarmmmmaaaaমানুষে শান্তিপূর্ণ সহাবস্থান, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন, বৈচিত্রের মধ্যে ও একতা এবং বহুত্ববাদের সুমহান ঐতিহ্য ও পরষ্পরা উগ্র সাম্প্রদায়িক উষ্কানীর ফলে আজ আক্রান্ত৷ হোলি উৎসব এই অসহিষ্ণু নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বার্তা বয়ে আনবে বলে আমার বিশ্বাস৷ ত্রিপুাতেও সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব ও মৈত্রীর বন্ধনকে দৃঢ়তর করতে হোলি উৎসব সহায়ক হয়ে উঠবে৷ আশা করি, রঙের উৎসব হোলি ত্রিপুরায় সবাই শান্তিপূর্ণভাবে উদযাপন করবেন৷