নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ কল্যাণপুরের ইয়াকরাই বাজারে জামাই ও শ্বশুরের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনার শ্বশুর গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত শ্বশুর বিভিষণ দেববর্মাকে কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
কল্যাণপুর থানা এলাকার ইয়াকরাই বাজারে শুক্রবার রাতে আকন্ঠ মদ্যপান করে শ্বশুর ও জামাই বাক বিতন্ডায় লিপ্ত হয়৷ বাকবিতন্ডা শেষ পর্যন্ত রক্তপাতের ঘটনায় পরিণত হয়৷ জামাই পরিমল দেববর্মা ধারালো অস্ত্র নিয়ে শ্বশুর বিভিষণ দেবর্বমাকে পরপর বেশ কয়েকটি আঘাত করে৷ তাতে রক্তাক্ত অবস্তায় লুটিয়ে পড়েন শ্বশুর৷ তাকে দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশও৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ অভিযুক্ত জামাই পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আহত শ্বশুর বিভিষণ দেববর্মার গায়ে ও মাথায় ৭টি সেলাই লেগেছে৷ বর্তমানে তিনি কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন৷
2016-03-20
