বিলোনীয়ায় গণহারে চুরি, চার চোরকে জালে তুলল পুলিশ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷  চুরি নিয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ প্রশাসনের ব্যর্থতার মাঝে  মহকুমার পিআর বাড়ি  থানায় পুলিশ  এই থানার বিভিন্ন এলাকায় চুরির ঘঠনায় জড়িত এক দল চোরের হদিশ করতে পারল৷ এই থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ৭জন চোরের মধ্যে ৪জনকে গতকাল গ্রেপ্তার করল সাথে মিলল চুরি হওয়া বিভিন্ন  সামগ্রীও৷ গ্রেপ্তার হওয়া চার চোর হল শ্যামল দেবনাথ, নান্টু দেবনাথ, আপন দেবনাথ এবং সুজিত ভৌমিক৷ এছাড়াও বাসুদাস  জওহরলাল দাস ও কবীর মিয়া  নামে  তিন চোর৷ পলাতক বলে জানান বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ কুমার পাল৷ তিনি আরো জানান এই তিনজন সহ বিলোনিয়া চুরির ঘটনায় যুক্তদের ধরতে অভিযান এবং তল্লাশি জারি রয়েছে৷ বিলোনিয়া মহকুমা পুলিশের চুরি এবং চোর নিয়ে ব্যর্থতার মদ্যে আংশিক সফলতা মিলল পিআরবাড়ি থানার এই সাফল্যে৷ কিন্তু শহর এবং শহরতলির নিরাপত্তা দিতে এখনো ব্যর্থ পুলিশ প্রশাসন৷